রাখাল ছেলে
মোঃ ইব্রাহিম হোসেন


গ্রামের মেঠো পথটি বেয়ে
রাখাল ছেলে যায় গান গেয়ে
দেখছে কিছু
গরুর পিছু
শিয়াল মামা আসছে ধেয়ে।


হাতে ছিলো খাবার বাটি
লম্বা একটা বাঁশের লাঠি
মারলো পায়ে
পড়লো বাঁয়ে
ছিটকে গায়ে লাগলো মাটি।


রাখাল ছেলে দারুণ খুশি
গো ও ছাগল পালে পুষি
মাঠে আসি
বাজায় বাঁশি
গরুগুলো খাচ্ছে ভুসি।


এমনি করে রাখাল ছেলে
দিন কাটে তার হেসে-খেলে
সরল মনে
সবার সনে
আপন করে পাখনা মেলে।
==============


কবির আহ্বান
ইব্রাহিম হোসেন
মহা পয়ার ১০+১০+৮+৮+৬+৬
তারিখঃ ০৩-০৭-২০২১'


কবির কলম সদা চলে
সত্য পথের ন্যায়ের বলে
ভয় থাকে না'যে তাঁর
মনের ভেতরে আর
শক্তি মনে পায় / দিকে দিকে ধায়।
বজ্রকন্ঠে সুর তোলে কবি
সততায় এঁকে যায় ছবি
দ্বীনে আলো প্রচারেতে
নাহি থাকে সে-ঘরেতে
সেতো মহা বীর/ যুদ্ধে ছুঁড়ে তির।


শত্রুসেনা হানা দিয়ে থাকে
উচ্চ স্বরে হাঁকে কবি তাকে
যাহ্ দূরে তোরা চলে
তা নাহলে যাবি গলে
এসো দলে সব/নাম নিয়ে রব।
তরবারি হাতে একি সাথে
রুখে যাবো মোরা দিবা রাতে
ভয় ডর আর নাই
জয় হবে দ্বীনে ভাই
নবী শিরে তাজ/মোরা মহা'রাজ।
=================