রাসূলের সুন্নাত - কেটোনা দাড়ি
ইব্রাহিম হোসেন


দাড়ি রাখা রাসুলের সুন্নাত জানি,
জেনেও কেন কভু নাহি তাহা মানি ?


শোনোরে যুবক ভাই শোনো মন দিয়া,
রাসূলের সুন্নাত যাও গরে নিয়া ।


সুখী যত পণ্য সাথে গরে যাবে না,
রাসূলের সুন্নাত ছেড়ে কভু রবে না ।


মাহফিল জলসায় বসে সারি সারি,
আলেমের মুখে শুনে রাখো মুখে দাড়ি ।


শাফায়াত যদি চাও কিয়ামত মাঠে,
ভুলে সব রাখো দাড়ি তোমার ঐ মুখে ।


রাসূলের সুন্নাতে ছাড়ো ঘর-দুয়ার,
রাসুল  খুশি, খুশি খোদা পরওয়ার ।


নূরানী চেহারা যেন যুবকের দাড়ি,
কেটোনা দাড়ি মুখে রাখো তোমারি ।


দাড়িতে মান পাবে, পাবে সম্মান,
রাখলে দাড়ি কভু হারাবেনা মান ।


দাড়ি রাখো, তাজা রাখো রাসূলের সুন্নাত,
কিয়ামতে রাসুলের পাবে তুমি শাফায়াত ।


রাসুল ছাড়া কিয়ামতে নাই গতি নাই,
রাসুল অনুসরণে মুখে দাড়ি রাখা চাই ।


সুন্নাতি দাড়ি মুখে রেখে সৎ পথে চলো ,
পাবে খুঁজে পাবে তুমি জীবনের আলো ।