মানুষ তুমি নও
মোঃ ইব্রাহিম হোসেন
রিমা ছন্দঃ ৪+৪+৪-১


অর্জন তোমার উচ্চ ডিগ্রি মানুষ তবুও নও,
গরিব দুঃখী তোমার ত্রাসে,
তাদের পেটে লাথি মেরে তাদের কাঁধেই রও।


অর্থ তোমার পাহাড় সম অর্থশালী নও,
অন্নহীনে দুঃখে ভাসে,
চাইলে কেহ ঝাড়ি মারো গর্বে কথা কও।


যতই থাকো উর্ধ্বে তুমি, তুমিই সবার নিচ,
শ্রমিক মেরে ভাদ্রমাসে,
কলম গুঁতায় অর্থ লুটো ঘৃণিত এক পিচ।


লোভ-লালসা,মোহ্-কামনায় নিত্য সারা দিন,
রিপুর মোহে থাকো আশে,
ভাবছো নিজে সারাজীবন বাজবে সুখের বীণ।


দেশ-বিদেশে ঘুরো-ফিরো টাকার অভাব নাই,
অনাহারী বাড়ির পাশে,
নজর তোমার নাহি পড়ে উঁচ-কপালে তাই।


ভেবে দেখো বিবেক দিয়ে কার দানে পাও'সব?
সবই বিলীন হবে নাশে,
পথের ফকির চেয়েও অধম কেড়ে নিলে রব।