"""""রং মহল"""""
( ইব্রাহিম হোসেন )
==============
রং মহলের রং তামাশায়
থাকবিরে ক'দিন ?
শেষ হবে তোর রঙ্গীন ভুবন
রইবি সঙ্গী'হীন ।।


জান পাখি তোর কেড়ে নিবেন
ঐ না আজরা'ইল ,
নিথর দেহো রইবে পড়ে
হইবিরে কা'হিল ।।


কি হবে তোর বাড়ি গাড়ী  
টাকা পয়সা ধন ?
সবই পড়ে রইবে ভবে
থাকবে একা মন।


যাইবে না কেউ সঙ্গে সাথে
রইবি একা'কী ,
সোয়ালকারীর কাছে তবে
জবাব দিবি কী  ??


দিন থাকিতে হওরে সাবধান
বন্ধু সকল স্ব'জন ,
পরকালে রইবে না তোর
কোনই আপন জন।


আপন আপন ভাবিস যারে
সে তো আপন নয়,
নামাজ রোজা নেক আমল'ই
কবরে আপন হয় ।।


রং তামাশা ছেড়ে দিয়ে
দেখ্ না সঠিক পথ,
দোজাহানে পাবিরে তুই
স্বর্গ সুখের রথ ।