রোজার খুশি - ইসলামী সংগীত
ইব্রাহিম হোসেন


রোজাদারের প্রিয় খুশির সময়
ইফতার মাহফিল ইফতার,
ঈমানের সাথে যে রাখবে রোজা
রোজ হাশরে পাবে খোদার দিদার ।।


এ-তো খুশির বিষয় মহাখুশির ব্যাপার,
রোজাদারের তরে খোদার উপহার ।।


রোজা পালনে সব রোজাদার,,
আনন্দ বন্যায় হবে একাকার ।


এ-তো খুশির বিষয় মহা খুশির ব্যাপার,
রোজাদারের তরে খোদার উপহার ।।


রোজা হয় শুধু যে আল্লাহ তালার
এক থেকে সাত শত গুণ যার সোওয়াব,
নিজ হাতে খোদা দেবেন এর উপহার
রোজাদার কিয়ামতে হবে কামিয়াব ।।


রোজা পালনে সব রোজাদার,,
জান্নাতে সবে তারা হবে একাকার ।


এ-তো খুশির বিষয় মহা খুশির ব্যাপার,
রোজাদারের তরে খোদার উপহার।।


সারাদিন রোজা রেখে রাত্রিবেলায়
তারাবি নামাজে কেটে যায় সময়,
কোরআন পাঠে মন মনোনিবেশন
খুশির প্লাবনে ভরে চিত্ত হৃদয় ।।


ঈদগাহে মহাখুশির উপঢৌকন,,
রোজাদার ছাড়া কেউ পাবে না তা আর ।


এ-তো খুশির বিষয় মহা খুশির ব্যাপার,
রোজাদারের তরে খোদার উপহার ।।  ঐ


😍😍😍😍😍😍😍😍😍😍😍😍