রক্তাক্ত আগস্ট  
ইব্রাহিম হোসেন
===========


ঊনিশ শত একাত্তরে
রক্ত ক্ষয়ী, যুদ্ধ করে,
স্বাধীনতা ছিনায় মুজিব
দিলেন সবার ঘরে ঘরে।


স্বপ্ন হাজার চোখের তারায়
গড়বেন এ দেশ স্বর্ণ দ্বারা,
দেশে জনতা বলবে কথা  
মাতৃভূমির পাগল যারা।


দেশের মহান কারিগর
উন্নয়নের স্বপ্ন দেখেন,
স্বপ্ন - আশা বুকে নিয়ে
বাংলাদেশের ছবি আঁকেন।


ঊনিশ শত পঁচাত্তরে
ধানমন্ডি তাঁর বাস ভবনে,
শত্রু সেনা হানা দিলো
প্রাণ কাড়িবার নিমন্ত্রণে।


চৌদ্দই আগস্ট দিবাগত
শেষ রাতে শত শত,
বুলেট, বোমার আঘাত হানে
মুজিব হলেন ক্ষত ক্ষত।


ছোট্ট শিশু শেখ রাসেল ও
হত্যা হলো রাতের শেষে,
দেশ জনতা কাতর হলো
শোকাহত শোকের বিষে।


বিশ্ব যেনো ভেসে গেলো
রক্তঝরা বন্যা ঢলে ,
আকাশ কাঁদে, বাতাস কাঁদে
দেশ জনতা আঁখি জলে।


শেখ মুজিবের রক্তে হলো
রক্তাক্ত মাতৃ'ভূমি,
বাংলা তটে থাকবে গাঁথা
অমর মহান মুজিব তুমি।


পনেরোই আগস্ট মুজিব শ্রদ্ধায়
নিবেদিত করি প্রাণ,
স্বাধীন বাংলা সোনার দেশে
পাবে সবাই মুজিব ঘ্রাণ।