রক্তে রঞ্জিত আগস্ট
ইব্রাহিম হোসেন 
===========


একাত্তরে করলেন স্বাধীন
সোনার বাংলাদেশ;
বঙ্গবন্ধু জাতির পিতা
কাটছিল দিন বেশ।


দুঃখ ভুলে হাসছিল সব
স্বাধীনতা পেয়ে;
ফুল বাগানে ফুটিলো ফুল
হাজার সুবাস দিয়ে।


পাখিরা সব গাইছিল গান
মিষ্টি মধুর সুরে ;
সুখের তরী ভাসছিল সব
আম জনতার ভিড়ে।


ঊনিশ শত পঁচাত্তরে
আসলো কাল রাত;
বোমা,বারুদ,গুলির আঘাতে
হলো প্রাণের ঘাত।


শেখ মুজিবুর শহীদ হলেন
শত্রুসেনার হাতে;
ছোট্ট শিশু শেখ রাসেল ও
পায়নি ক্ষমা তাতে।


নিজ ভবনে হত্যা হলো
মুজিব পরিবার ;
বিশ্বতটে আসলো নেমে
শোকের হাহাকার।


এ দেশ মুজিব পরিবারের
রক্তে হলো লাল;
আগস্ট মাসের পনেরই তারিখ,
বাংলাদেশের কাল।


রক্ত রঙ্গে রঞ্জিত হলো আজ
বাংলার পটভূমি;
মুজিব শোকে শোকাহত
বিশ্ব জনতা স্বাধীনতাকামী।