রক্ত দান  
ইব্রাহিম হোসেন


রক্ত দান যে মহৎ কাজ
রক্ত করো দান,
রক্ত দানে বেঁচে যাবে
একটি রোগীর জান।


হাসপাতালে ক্লিনিকে
মরছে কতো লোক,  
রক্ত শূন্যতায় যে ভোগে
বাড়ছে কতো শোক!


তোমার রক্ত দানে হয় তো
বেঁচে যাবে প্রাণ,
ফিরে পাবে নতুন জীবন
পাবে বাঁচার ঘ্রাণ।


রক্তহীনে সুস্থ দেহে
রক্ত দিয়ে যাও,
বিনিময়ে সবার কাছে
ভালোবাসা নাও।


একটি জীবন বাঁচা ভবে
হয় যে ফরজ কাজ,  
খোদার কাছে পাবে যে তাঁর
নিয়ামতের নাজ।


রক্ত দানে সামনে পানে
যাও এগিয়ে সব,
খুশি হবেন ভুক্তভোগী
খুশি হবেন রব।


এর প্রতিদান পাবে তুমি
আজ বা না হয় কাল,
রক্তহীনের দূরে যাবে
কষ্ট যতো হাল।


তোমার তরে করবে দোয়া
সারা জীবন ভর,
স্মৃতি করে রাখবে তোমায়
আপন কিবা পর।