রূপে ভরা বিষ
মোঃ ইব্রাহিম হোসেন


চারিদিকে রূপের বাহার
কত ঢঙের মানুষ,
স্বার্থান্বেষী ভোগ পিপাসী
উড়ায় রঙের ফানুস।


রূপ দেখে তো যায় না চেনা
মন্দ  ভালো কালো,
কালোর মাঝেও থাকে জেনো
জগৎ জুড়ে আলো।


দেখতে লাগে চাঁদের মত
কয়লার কালি মনে,
হিংস্র থেকেও হিংস্র প্রাণী
দ্বন্দ্ব সর্ব'ক্ষণে।


মিষ্টি মধুর বাণী মুখের
গাছ কেটে দেয় পানি,
মানবরূপী দানব এরা
জীবন করে হানি।


রূপ দেখে ভাই মইজো না কেউ
আনবে দুখের ঘানি,
শতেক মাঝে একটা ভালো
তাও তো আবার জানি।


যার অন্তর হয় কয়লার খনি
কালার থেকেও কালা,
কালনাগিনী কাল সাপ সে যে
অন্তরে বিষ ঢালা।