রূপসী বাংলা
মোঃ ইব্রাহিম হোসেন


আমার দেশের মত সুন্দর
দেশ তো কোথাও নাই,
এ দেশ দেখে নয়ন ভরে
শান্তি মনে পাই।


রূপে গুণে সেরা আমার
সোনার বাংলা'দেশ,
এর গুণগান গেয়ে কভু
হবে নাকো শেষ।


সবুজ শ্যামল শস্যে ভরা
সোনালী ওই মাঠ,
পাল তুলে গায় মাঝিরা গান
পদ্মা নদীর ঘাট।


নদীর তীরে বালুর দ্বীপে
পাখপাখালির ডাক,
রাতের বেলা হুক্কাহুয়া
শিয়াল মামার হাঁক।


বকের সারি লম্বা ঠোঁটে
ধরে ছোটো মাছ,
পল্লী গাঁয়ের ছেলে মেয়ে
করে কতো নাচ।


রাখাল ছেলে পথের পথিক
বাঁশিতে দেয় সুর,
গ্রাম্যবাসীর মন ভরে যায়
থাকেও যদি দূর।


মাঠের ক্ষেতে কৃষক ছেলের
কণ্ঠে মধুর গান,
তাই শুনে সব পল্লী মায়ের
যায় জুড়িয়ে প্রাণ।


দিঘির বুকে জ্যোৎস্না পড়ে
ঝিকিমিকি জল,
জোনাকিরা জ্বলে নিভে
বেঁধে সবে দল।


বন-বনানী,বনাঞ্চলে
পশু-পাখির মিল,
আমার দেশের দৃশ্য দেখে
খোশ হয় সবার দিল্।


এমন দেশে জন্মে আমি
উচ্চ করি শির,
আমরা দেশের দামাল ছেলে
দেশ বাঁচাতে বীর।
==========