সবুজে প্রকৃতি
ইব্রাহিম হোসেন 


পৃথিবীর যাহা কিছু আছে  দৃশ্যমান ,
সবই তো বিধাতার  অপরূপ দান।
সবুজ শ্যামলে ঢাকা  পৃথিবীর মান,
আমরা মোহিত হয়ে গাহি তাঁর শান।


গাছে গাছে কচি পাতা সবুজের ঘ্রাণ,
ফুলে ফলে প্রস্ফুটিত কাড়ে মন প্রাণ।
সবুজের  মাঝে ফোঁটে  আমের মুকুল,
আম,জাম,জামরুল লিচু আর কুল।


সবুজের মেলাতেই  কোকিলের গান ,
কুহু কুহু ধ্বনিতে যে মেতে উঠে প্রাণ।
সবুজে ফসল ফলে মাঠে পাকা ধান ,
আনন্দেতে মুখরিত কণ্ঠ ভরা গান।


নদী-কূলে দেখা যায়  সাদা কাশ বন ,
ঝিরিঝিরি বাতায়ন বহে শন শন।
পাটে শাকে মাঠে ভরা সবুজের বাস ,
খালে বিলে জন্মে কত ছোট বড় ঘাস।


সবুজের বাগিচায় সরিষার ফুল,
মন কাড়ে প্রাণ কাড়ে হই যে ব্যাকুল।
ক্ষেতে ভরা সবুজের খেসারী ও বুট ,
পৃথিবীর মায়াজালে রূপসীর কুট।


সবুজের মাঝে করি মোরা বসবাস ,
খুঁজে পাই অদূরের সোনালী আভাস।
সবুজে সবুজে ঢাকা প্রকৃতির রূপ  ,
বিধাতার সৃষ্টি লাগে কী যে অপরূপ!


সবুজের  প্রকৃতিতে এদেশের মুখ ,
যত দেখি তত লাগে সুখ আর সুখ।
ভালোবাসি প্রকৃতির যত সব মেলা,
কী দারুণ অপরূপ নিয়তির খেলা!