সফলতার বীজ  
ইব্রাহিম হোসেন  
===========


বড় যদি হতে চাও এই ভুবনে,
নিজেকে ভাবো তবে ছোট মনে মনে।
শ্রদ্ধা ও সম্মান, স্নেহ - যতনে,
ভালোবাসা দাও তুমি জনে প্রতি জনে।


নিজেকে যদি ভাবো বড় সদা ভবে,
বড় তো হবেনা তুমি ছোট হবে তবে।
ঘৃণার ডালিতে  ঐ মন ভরে যাবে,
সকলের কাছে তুমি অবহেলা পাবে।


ছোটদের ভালোবাসো স্নেহ মমতা তে,
তবে তুমি শ্রদ্ধা পাবে  পৃথিবীতে।
যদি পারো সম্মান বড়দের দিতে,
দোয়া পাবে বড়দের ভবে সুখী হতে।


বড় হতে বড়দের করিও  যতন,
পিতা-মাতা ভাই-বোন যত গুরুজন।
বড়দের সদা যদি ভাবিও রতন,
সফলতার বীজ তবে হবে যে বপন।