আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন।
==================


সাম্যবাদ ( ১৪৭০ তম রচনা )
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ১৯-১০-২০২১'


এক পৃথিবীর, এক বিধাতার বিশ্ববাসী সব,
কেউ বা বলে ঈশ্বর,আল্লাহ, কেউ ভগবান রব।
সব মানবের জান কবজেও আজরাইলের হাত,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃস্টান তৈরি মাটির গাত।


একই রক্তে,মাংসে গড়া সবার দেহ খান,
তবুও কেনো পারি না ভাই গাইতে সাম্যের গান ?
ক্ষণস্থায়ী ভবের মাঝে ক'দিন রবো ভাই ?
দ্বন্দ্ব, ফাসাদ, বিভেদ ভুলে এক একতা চাই।


মুসলিম হলে মরণ পরে কবর হবে ঠাঁই,
হিন্দু হলে অগ্নিকাণ্ডে চিতাই পুড়ে ছাই।
দ্বন্দ্ব, ফাসাদ, হাঙ্গামা ক্যান্ এই পৃথিবীর 'পর,?
পাশাপাশি থাকি মোরা পাশাপাশিই ঘর।


যার যা ধর্ম আমল কর্ম করবে সেই তো তা,
নেই তো বাধা করতে সাধা মারবে কেনো ঘা ?
বিশ্বের সকল ধর্ম গ্রন্থেই শান্তির কথা কয়,
তবুও কেনো হিন্দু, মুসলিম অশান্তিতে রয় ?


কোরআন বলো, বাইবেল বলো, মহাভারত তাও,
আঘাত হানে কারও মনে কোথায় খুঁজে পাও ?
প্রকৃত যে ধার্মিক ভবে কাউকে না দেয় ঘাত,
মানবতার কল্যাণে সে বাড়ায় সদাই হাত।


সাম্প্রদায়িক হাঙ্গামা সব করতে হবে নাশ,
তবেই হবে সুখের গৃহে সুখের সাথে বাস।
এসো সবাই গাহি মিলে ঐক্য-সাম্যের গান,
হিন্দু-মুসলিম, ধনী-গরীব বাড়বে সবার মান।