সেনাবাহিনী
ইব্রাহিম হোসেন


বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সেনাবাহিনীর যত আছে অবদান।


মৃত্যু ভয়ে লুকিয়ে থাকে বন্দী ঘরে লোকে,
প্রাণ বাঁচাতে ছুটছে তারা নির্বিঘ্নে দিকে দিকে।


দেশের গর্ব,দেশের আশা,বাংলা সেনাবাহিনী,
ভয়টাকে তুচ্ছ করে গড়ছে তারা কাহিনী।


নিজের জীবন বাজি রেখে দেশ বাঁচাতে তাই,
দলে দলে ছুটছে তারা ভয়টা করে জয়।


সবার আছে প্রাণের ভয়ে তাদের কভু নাই,
দেশ বাঁচাতে সবার আগে নির্বিঘ্নে যায়।


দেশটা যদি বাঁচে তবে বাঁচবে তারা মরেও,
স্মরণীয় থাকবে তারা কবর মাঝে গিয়েও।


আমার ভাই,তোমার ভাই,দেশ সেবারই তরে,
দেশের জন্য লড়াই করে মৃত্যু পাঞ্জা লড়ে।


তাদের জন্য বুকটা ফাটে মুখটা ফুটে না,
মুখটা যদি ফুটে তবে সাহস পাবে না।


দেশেই শুধু নয় যে তারা বিদেশেতেও জয়,
বাংলা সেনাবাহিনী চির অক্ষয়।


দেশ বিদেশে আছে তাদের অনেক অনেক মান,
বাংলা সেনাবাহিনী বিশ্বজয়ের প্রাণ।