শাবান মাসের চাঁদ
মোঃ ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১


বছর পরে ফিরে এলো
শাবান মাসের চাঁদ,
মুমিনগণের ঘরে ঘরে
ভাঙে খুশির বাঁধ।


রহমত নাজিল করেন প্রভু
বিশ্ব ঘিরে আজ,
শ্রেষ্ঠ এ রাত বান্দার লাগি
নিয়ামতের নাজ।


শাবান মাসের চৌদ্দ তারিখ
দিবাগতই রাত,
বিশ্ব মুমিন সিজদাহ্ রতো
পবিত্রতার সাথ।


খুশির বার্তা আসলো নেমে
মুসলমানদের দ্বার,
রব সমীপে কাঁদবে যে জন
কমবে পাপের ভার ।


কোরআন পড়ে জিকির করে
নামাজ পড়ো ভাই ,
শুদ্ধ মনে পবিত্রতায়
রাত্রি যাপন চাই।


মাথা নুইয়ে কাঁদো সবে
ঝরাও চোখের জল,
পাপের রাশি করতে ক্ষমা
প্রভুর চরণ'তল।
==========


👉আরবী বার'টি মাসের নাম👈
👇👇👇👇👇👇👇👇


১। মুহররম,


২। সফর,


৩। রবিউল আউয়াল,


৪। রবিউস্ সানি,


৫। জমাদিউল আউয়াল,


৬। জমাদিউস্ সানি,


৭। রজব,


৮। শাবান,


৯। রমজান,


১০। শাওয়াল,


১১। জিলক্বদ,


১২। জিলহজ্জ।


আজ পবিত্র শবেবরাতের রজনী। আমি সকলের কাছে দোয়াপ্রার্থী। আমার জন্য সকলে দোয়া করবেন। বাকিটা জীবন যেন দ্বীনের পথে চলে মহান রব্বুল আলামীন এর নৈকট্য লাভ করে পরলোক গমন করতে পরি এবং এই পবিত্র রজনীতে বিশ্বের সকল জিন ও ইনসান আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। - আমিন।


সকলের প্রতি রইলো আমার নিরন্তর  ভালোবাসা প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা।


আসুন আমরা সকলে লাইলাতুল বরাতের পবিত্র রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করি।