শবে ক্বদরের  তালাশ - ইসলামী সংগীত
ইব্রাহিম হোসেন


তালাশ করো, তালাশ করো
শবে ক্বদরের রাত তালাশ করো ,
বিশে রমাদান পর বিজোড় রাতে
মহিমান্বিত রাত তালাশ করো ।।


নাজাত দেবেন মাওলা মোদের,,
তাঁকে আঁকড়ে সবে হৃদয়ে ধরো।


তালাশ করো, তালাশ করো
শবে ক্বদরের রাত তালাশ করো ।।


আল্লাহ তায়ালা খুব দয়া করে
নবীর উম্মত তাঁর পাপী বান্দারে,
শ্রেষ্ঠ রজনী দিলেন উপহার
নরক-অনল থেকে বাঁচাবার তরে ।।


আল্লাহ মহান, তিনি মহিয়ান ,,
মাথা নুইয়ে তাঁকে সিজদাহ  করো ।
তালাশ করো, তালাশ করো
শবে ক্বদরের রাত তালাশ করো ।।


হাজার মাস থেকে উত্তম রাত
এ রাতে ইবাদতে তুলো দুটি হাত,
পাপের কথা গুলো স্মরণ করে
অশ্রুসিক্ত করো আঁখিপাত  ।।


আল্লাহ মহান, তিনি মহিয়ান,,
তাঁর কাছে সবে মাথা নত করো।
তালাশ করো, তালাশ করো
শবে ক্বদরের রাত তালাশ করো ।।


তিরাশি বছরের সাধনার রাত
অবহেলা করে আর থেকো না,
জীবনে যে ফিরে আসবে এ রাত
এ কথা কখনো আর ভেবো না ।।


প্রাণ পাখিটার যে নেই বিশ্বাস ,,
যে কোন সময় সে মরো মরো।
তালাশ করো, তালাশ করো
শবে ক্বদরের রাত তালাশ করো ।।  ঐ