১/


শবেবরাতের প্রার্থনা
ইব্রাহিম হোসেন


লাইলাতুলের বরাত এলো
আজকে সবার তরে,
পাপ মোচনে দুহাত তুলি
আল্লাহ্ পাকের ডরে।


সারাজীবন পাপ করেছি
পাপের বোঝা নিয়ে,
আল্লাহ তুমি মাফ করে দাও
শুভ দৃষ্টি দিয়ে।


বান্দা তোমার গুনাহ'গার যে
তুমি দয়ার সাগর,
আঁখির জলে বুক ভেসে যায়
যুবক সহ ডাগর।


প্রার্থনাতে নতো শিরে
তোমার চরণ'তলে,
নিরিবিলি একলা কাঁদে
বান্দা চোখের জলে।


সঠিক পথের দাও গো দিশা
ওগো আমার প্রভু,
বান্দা তোমার মহা পাপী
ভুলো নাকো কভু।


রিজিক দিও রহম দিও
এই অবনী পরে,
শান্তি ধারা নাজিল করো
প্রতি ঘরে ঘরে।


দূর করো সব অভাব জ্বালা
হিংসা বিদ্বেষ যত,
মনের কালি দাও গো মুছে
হৃদয় ক্ষত ক্ষত।


দেশের তরে দশের তরে
অশ্রু'নীরে ভাসি,
নেই ভুবনে আর কেহো যে
তোমার কাছেই আসি।
=============


২/
স্বাধীনতার কালাম
ইব্রাহিম হোসেন


স্বাধীনতা আনলে যারা
ভুলবো কেমন করে?
যাদের তরে বাংলা পেলো
স্বস্তি প্রতি ঘরে।


দেশের তরে দশের তরে
যুদ্ধ করে কত!
হাসি মুখে প্রাণটা দিলেন
দামাল ছেলে শত।


স্বাধীনতা আনলো ছিনায়
রক্ত ঢেলে ঢেলে,
কৃষক তাঁতি কামার কুমার
নর ও নারী জেলে।


স্বাধীনতা পেয়ে মোরা
প্রাণ খুলে আজ হাসি,
প্রাণের চেয়ে শহিদ ভাইদের
অনেক ভালো বাসি।


আজকে যারা শহিদ গাজী
জানাই হাজার সালাম,
একাত্তরের সেই ইতিহাস
স্বাধীনতার কালাম।
==============


৩/
লাল সবুজের পতাকা
ইব্রাহিম হোসেন


পাকি রাজা বন্দী করে
মুজিব থাকে জেলে,
একাত্তরে যুদ্ধ করে
বাংলা দামাল ছেলে।


আমজনতা স্বপ্ন দেখে
দেশটা স্বাধীন হবে,
পণ করেছে আত্মত্যাগে
যুদ্ধ মাঠেই রবে।


পাকবাহিনী গোলা বারুদ
বোমা গুলি মারে,
দেশ জনতার হত্যা ধর্ষণ
করুণ সীমা ছাড়ে।


তিরিশ লক্ষ মা ও বোনের
প্রাণের হানি ঘটে,
রক্ত ক্ষয়ের বন্যা ধারা
মাতৃভূমির তটে।


স্বাধীনতা পেলাম ফিরে
বৈরী নিপাত শেষে,
লাল সবুজের ওই পতাকা
উড়ে আমার দেশে।
============