স্বাধীনতা অর্জন
ইব্রাহিম হোসেন
তরল পয়ার (৮+৬)


বেঁধে বল পাকি দল মোদের এ দেশে,
যুদ্ধ করে হত্যা করে হায়নার বেশে।
অকারণে নির্যাতনে হত্যা যজ্ঞ শুরু,
হরিলুটে অর্থ টুটে চায় হতে গুরু।


যাকে পায় তাকে হায় গুলি করে মারে,
ধর্ষণেতে বর্ষণেতে নারী মান কাড়ে।
তাঁতি জেলে শিশু ছেলে কিছু নাহি মানে,
ধরে ধরে খুন করে বাঁচে না'যে প্রাণে।


অবশেষ নাই রেশ মন মাঝে ভয়,
দুরুদুরু কাঁপা শুরু প্রাণ হবে ক্ষয়।
সহ্য করে ধৈর্য ধরে রক্ষা নাহি আর,
দল গড়ে ঝেঁপে পড়ে স্বপ্ন বাঁচিবার।


নয় মাস মনে ত্রাস যুদ্ধ করে কত!
লাখো প্রাণে রক্তে ঘ্রাণে মৃত্যু শত শত।
নর নারী ঘর বাড়ি সব বেসামাল,
অস্ত্র লয়ে রক্ত ক্ষয়ে দেশ-মাটি লাল।


শেষমেশ দূর ক্লেশ বৈরী পরাজয়,
মাতৃভূমি গর্বে চুমি দেখা দিলো জয়।
কান্না ঝরে অশ্রু গড়ে দুখ তবু নাই,
এই দেশে পরিশেষে স্বাধীনতা পাই।