স্বাধীনতার সুখ
ইব্রাহিম হোসেন


স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
আজ গর্বে ভরে উঠে বুক,
স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
আজ কোটি জনতার হাসিমাখা মুখ ।


স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
শুনে পাখির কলতানে সুমধুর সুর,
স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
দুঃখ কষ্ট গুলো আজ দূর বহুদূর।


স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
পেয়েছি আলোকময় রাঙ্গা রবি সূর্য্য,
স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
শিখেছে মোরা কাকে বলে ধৈর্য ?


স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
ভ্রমরেরা মধুর সুরে গান গায় গুনগুন,
স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
মনে বাজে সুখের বীণা মন হয় আনমন।


স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে..
পেয়েছি একটি লাল ফুটন্ত গোলাপ,
স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে ...
পেয়েছি জীবনে আলোকিত প্রভাত ।


স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
পেয়েছি রক্তে রাঙ্গানো লাল সবুজের পতাকা,
স্বাধীনতা ! তোমায় পেয়েছি বলে...
নাই জীবনে কষ্ট ক্লান্তি, নাই হতাশা ।