শান্তি দেশে চাই  
মোঃ ইব্রাহিম হোসেন


দিনে দিনে অপকর্ম
বাড়ছে দেশে ভাই,
সোনার এ দেশ দুখের  নাই শেষ
শান্তি কোথায় পাই ?


মারামারি খুনখারাবি
নারী ধর্ষণ গুম,
অত্যাচারীর অতিষ্ঠে আজ
নাই দু-চোখে ঘুম।


কালো চশমা মুখোশধারী
লুটেপুটে খায়,
সহজ সরল দীন দুখীরা
দুঃখে বলে হায় !  


স্বাধীন দেশের স্বাধীনতা
কোথায় গেলো আজ ?
অর্থের বলে কুকৌশলে
ঘৃণ্য নীতির কাজ।


কাঁদছে দেশে সুখের আশে
সমাজ নীতি তাই ,
রুধির ক্ষরণ বক্ষে ধারণ
শান্তি দেশে চাই।