শান্তির অভাব
মোঃ ইব্রাহিম হোসেন


শান্তির অভাব অশান্তি আজ
সোনার বাংলা-দেশে,
কেউ জানে না কেউ জানে না 
কী হবে যে শেষে ?


খাদ্যদ্রব্যে জ্বলছে আগুন
মরছে গরিব ক্ষুধায়,
কার কাছে যায় হাত পেতে চায়
কেমনে দর শুধায় ?


পেটের ক্ষুধা পেটেই থাকে
কেউ রাখে না খবর,
হচ্ছে জীবন দুর্বিষহ
জিন্দাতে হায় কবর!


অর্থশালীর অর্থ আছে
নাই কোনো তার অভাব,
দীন হীনেরা ভিখারির ন্যায়
দারিদ্র্যতার স্বভাব।


এমনি করে আর কতদিন
চলবে দেশের লোকে?
অন্নাভাবে অন্নহীনে
নিত্যদিনই শোকে।