স্মরণের অমলিন
ইব্রাহিম হোসেন
ফরাসী সনেট ৮+৬


ভালোবেসে চলে গেলে সখী তুমি কই?
তুুমি ছাড়া কোনো কিছু ভালো কিগো লাগে?
প্রেম তরী ডুবে নদে কভু নাহি  জাগে,
হৃদ মাঝে কষ্ট গুলো করে হই-চই।
আশা ছিলো এই মনে বাঁধিবো যে ঘর,
বৈশাখের ঝড়ে মোর আশা গেলো ভেঙে,
সুখ লোভে পাড়ি দিলে আমাকে যে ডেঙে।
এতো ভালোবাসি তবু করে দিয়ে পর!


মন কাঁদে প্রাণ কাঁদে প্রিয়া তুমি বিনে,
অশ্রু জলে বুক ভাসে সদা প্রতি'দিনে।
ভালোবাসা অপরাধে বুকে মেরে তীর,
ক্ষত ক্ষত করে দিলে আমার এ মন।
যত ভুলে যেতে চাই তত ঝরে নীর,
স্মরণের অমলিন থাকো সারা'ক্ষণ।