সত্যিকারের মানুষ
ইব্রাহিম হোসেন


স্কুল কলেজ পেরিয়ে গেলে তুমি ভার্সিটি ক্যাম্পাস,
জ্ঞান অন্বেষণে মানুষ হলে তবুও দীর্ঘশ্বাস ।


ডিগ্রী নিলে জীবনে কত শত শত !
মানুষ হয়ে পূর্ণ হলো বাবার আশা যত ।


এত কিছু শিখার পরেও মানুষ হলে কই ?
হিংসা ভরা জীবন তোমার দুর্নীতিতে ওই ।


পুথি পত্র বই পড়ে হলে জর্জ ব্যারিস্টার ,
নিজের বুঝ ষোল আনা পরের করো ছারখার।


সারা জীবন শিক্ষা নিলে মানুষ হওয়ার তরে,
কোন বিধানে মানুষ বল ক্ষতি সাধন করে ?


পরের অর্থ পরের জমি লুটে খাও তুমি,
কোন বিবেকে বলো তুমি সবার থেকে ধনী?


পরের ক্ষতি সাধন করে হয় না মানুষ কভু,
হাদিস কোরান পড়েও তোমার ঈমান নিভু নিভু ।


নিজের স্বার্থ বিলিয়ে যদি হতে পারো দরদী,
সার্থক তুমি ভবে, মানুষ তুমি মৃত্যু অবধি ।


মরণ পরেও থাকবে তুমি সবার কাছে প্রিয়,
অর্থ যদি না ও পারো ভালোবাসা দিও ।


তবেই সত্যিকারের মানুষ হবে সার্থক হবে কর্মে ,
ঈমান হবে শক্তিশালী তোমার রবে তুমি ধর্মে ।