শেখ রাসেল
ইব্রাহিম হোসেন  


শেখ রাসেলের জন্ম দিনে
হাজার খুশি মনে,
তবু যেনো লুকায় আছে
কষ্ট মনের কোণে।


থাকতো যদি বেঁচে রাসেল
এই পৃথিবীর পরে,
দুঃখ ছাড়া পুর্ণ হতো
উৎসব ঘরে ঘরে।


শেখ মুজিবের স্বপ্ন ছিলো
চোখের তারায় কতো!
বড়ো হয়ে হালটা দেশের
ধরবে আমার মতো।


শত্রু সেনা আঘাত হানে
হত্যা-যজ্ঞ শুরু,
বলতে গেলে কেঁপে উঠে
হৃদয় দুরু দুরু।


হায়রে কপাল ভেঙ্গে গেলো
স্বপ্ন ছিলো যতো,
বাবা ছেলে পরিবারে
রক্তে ক্ষতো ক্ষতো।


শেখ রাসেল ও শেখ মুজিবুর
শহীদ হলেন দেশে,
রক্ত ধারার বন্যা ঢলে
ভেসে গেলো শেষে।


তবু জানাই কষ্টে ভরা
হৃদয় নিয়ে সবে,
জন্ম দিনের শুভেচ্ছা টা
সবার মনে রবে।


জন্ম দিন জন্ম দিন
শুভ জন্ম দিন,
রাসেল তুমি সবার মনে
রবে চির'দিন।