শেলী ভাইয়ের স্মৃতি
ইব্রাহিম হোসেন


আসসালামু আলাইকুম
প্রাণের প্রিয় শেলী ভাই,
কাদিপুরের সেই দিনের স্মৃতি
আজও ভুলি নাই ।


গাড়ি চলে আসেন আপনি
আমার বাড়ির পাশে,
গণ্যমান্য অনেক ব্যক্তি
ছিল আপনার সাথে ।


শ্রদ্ধা ভরে দূরে থেকে
দিলাম একটা সালাম,
কেমন করে যাব কাছে
ছোট্ট একটা গোলাম ?


এমন সময় এগিয়ে এসে
দিলেন বাড়িয়ে হাত,
কোলাকুলি করলেন আপনি
করে মুলাকাত ।


ছিলো না তো স্বার্থ কোন
ছিলো না কোন ইলেকশন,
একেই বলে ভালোবাসা
ভালোবাসার বন্ধন ।


আরো একটি কথা আমার
পড়লো মনে ভাই,
ছোট্ট বেলায় গিয়েছিলাম
দর্জি দোকান টাই।


প্যান্ট বানাতে দিয়েছিলাম
আনতে গিয়ে তাই ,
পা দিয়ে ধরিয়ে দিল
দর্জি খলিফায় ।


তাকে নিয়ে লিখলাম আমি
একটা কবিতায়,
সেটা দেখে বললেন আমায়
দেবেন পত্রিকায় ।


বললাম আমি লজ্জা পাবে
আর দিয়েন না ভাই,
কষ্ট পেয়ে লিখলাম আমি
এই কবিতাটাই ।


দুটি কথা মনে রাখে
মানুষ যতন করে,
ভালোর তরে শ্রদ্ধা গভীর
ঘৃণা কালোর তরে ।


কালো বলতে নয়তো কোন
কালো মানুষ ভবের ,
চরিত্রটা যাদের কালো
ঘৃণা করে তাদের ।


এই কবিতায় দুইটা গুণ
ফুটে উঠেছে,  
ভালোর প্রতি শ্রদ্ধা
মন্দ পায়ে দলেছে ।


****সমাপ্ত****
===========