শিক্ষকের ভক্তি
ইব্রাহিম হোসেন


শিক্ষাগুরু জ্ঞানের আলো
মনে প্রাণে বাসো'ভালো
সম্মান করো সদাই তাঁরে,
তাঁর আশিসে ভাগ্য খুলে
না যাও কভু তাঁকে ভুলে
যার কারণে সুখের ধারে।


মা ও বাবার পরেই তাঁরা
তোমার জীবন গড়েন যাঁরা
সম্মানেতে সবার সেরা,
দুঃখ দিলে তাদের মনে
অশ্রুঝরে চোখের কণে
দুখ-দরিয়ায় থাকবে ঘেরা।


শিক্ষক হলো জ্ঞানের শক্তি
মন-উজাড়ে করো ভক্তি
ভাসবে তবে সুখের ভেলা,
উহ্ করো না তাদের প্রতি
দুঃখ পেলে নেইকো গতি
কেউ করো না অব'হেলা।
=============


আড়ি
ইব্রাহিম হোসেন


সকাল বেলা ব্যস্ত কাজে
আজকে দিদির বিয়ে,
বরের সাজে আসবে জামাই
পাগড়ি মাথায় দিয়ে।


সানাই বাজে বাজনা বাজে
সারা বাড়ি জুড়ে,
মন - হরষে গাইছে পাখি
নীল আকাশে উড়ে।


বধূর সাজে বসে আছে
দিদি আমার ঘরে,
দামান সেজে আসলো বরে
কন্যা নেবার তরে।


এমন সময় ঝড়ো হাওয়ায়
আসলো মেঘের ছায়া,
অঝোর ধারায় বৃষ্টি এলো
ভিজলো সবার কায়া।


ক্রুদ্ধ মনে জোর-গলাতে
দিই মেঘেরে ঝাড়ি,
বৃষ্টি কন্যা বৃষ্টি কন্যা
তোমার সাথে আড়ি।
======≠====