শিষ্টাচার
মোঃ ইব্রাহিম হোসেন


মিথ্যাবাদী বেইমান জানে সর্বজনে,
অপবাদ ও লাঞ্ছনা পায় সদা মনে।
সত্যবাদী যেই জন সত্য কথা বলে,
উচ্চতাতে শির তাঁর সৎ পথে চলে।


পণ করো সুদ ঘুষ খাবে নাকো আর,
করিবে না কারো সাথে কভু ব্যাভিচার।
প্রতিবেশী মিলেমিশে হবে একাকার,
ছড়াবে যে দেশে তবে শুভ সমাচার।


যদি গো হও বিনয়ী পাবে তুমি মান,
ভালোবাসা দিবে সবে বাড়িবে যে শান।
তাই ভালো আচরণ করে যাও সব,
সততায় ভেসে চলো মুখে বলো রব।


সত্য দিবে চিরদিন মুক্তি ভবে জেনো,
নিত্য সৎ উপদেশ মনে প্রাণে মেনো।
দ্বীনে চলো মুক্তি পাবে ইহ-পরকালে,
থাকিবে না কখনো যে বৈরী বেড়াজালে।


চিরদিন থাকে নাকো বেঁচে কেউ ভবে,
শিষ্টাচার ভদ্রতাতে স্মরণীয় রবে।
লোকে মুখে বলে যাবে তুমি খুব ভালো,
আচার ও ব্যবহারে করো সব আলো।