শবে বারাতের আরাধনা
ইব্রাহিম হোসেন


নুর নবী প্রিয় নবীর প্রিয় মাস শা'বান,
পাপী বান্দা মাফ করেন আল্লাহ মেহেরবান।


বারো মাসের একটি মাস শাবান মাসের চাঁদ,
জাগবো বলে রাত্রি আমার মনে বড় স্বাধ।


শাবান মাসের চৌদ্দ তারিখ দিনের পরে রাত,  
পাপের কথা স্মরণ করে করব মোনাজাত ।


দিনের বেলায় রাখবো রোযা রাত্রে সারা রাত,
ক্ষমার আশায় প্রভুর দ্বারে তুলবো দুটি হাত ।


সরল পথে চালাও খোদা মোদের বারো মাস,
পাপ মোচন করে তুমি দীল করে দাও সাফ।


বালা মুসিবত থেকে তুমি মুক্তি দিও সবে,
আরো দিও ব্যাধি তোমার মাটির তলে দেবে।  


বিশ্ববাসীকে রেখো তুমি তোমার ছায়ার তলে,
ঢেকে রেখো সদা তাদের রহমতেরই জালে।


মহিমান্বিত রাত শবে বারাত আজ
এই অসিলায় মাফ করে দাও পাপীর যত পাপ।


হাত তুলেছি মাওলা মোরা পাপে ভরা হাত,
ফিরিয়ে দিওনা মাওলা দাওগো তুমি নাজাত।