সর্বনাশা করোনা  
ইব্রাহিম  হোসেন।


প্রলয়ের ডঙ্কা  বুঝি উঠলো বেজে আজ ,
সর্বনাশা করোনা করছে দেশে বিরাজ।


রাস্তা ঘাটে হাসপাতালে কত শত লাশ !
গজব নেমে করোনা করে দিল সর্বনাশ।


হায়রে তাদের পোড়া কপাল নাই জানাজা নামাজ,
বিশ্ববাসীর  মাথায় পড়লো অভিশাপের বাজ।


আজকে মানুষ পথ হারিয়ে নাস্তিকতায় মগ্ন,
কোথায় গেলে মুক্তি পাবে সে আশাতে ভগ্ন।


সর্বনাশা করোনা তুই যাহ্ রে চলে যাহ্  
পশুপাখির কণ্ঠেও শুনি কষ্টে বলে আহ্ ।


আর্তনাদের চিৎকারে কষ্টে ফাটে বুক ,
পাইনা কোথাও আর দেখা যে হাসি মাখা মুখ ।


বিশ্ববাসী আতঙ্কিত, আতঙ্কিত দেশ ,
হবেনা কি সর্বনাশা করোনার কভু শেষ ?


এ তো গজব, নয় তো আজব ওই বিধাতার দান,
আমরা জানি আল্লাহ তা'আলা সর্বশক্তিমান ।


মানুষ গাফেল ভয় করে সে সৃষ্টিকারীর সৃষ্টি
সেই কারণে পড়লো খোদার সর্বনাশ দৃষ্টি।  


আল্লাহ তুমি মাফ করে দাও দাওনা করে ক্ষমা,
বিশ্ব থেকে নাও তুলে নাও অভিশাপের হানা।


সর্বনাশা করোনাকে দাও করে দাও নাশ,
আর করনা মানব জাতির কোন সর্বনাশ ।