শরতের ছোঁয়া
মোঃ ইব্রাহিম হোসেন


গ্রীষ্মকাল ও  বর্ষাকালের
পরেই শরৎ আসে,
রূপবতী সোনার বাংলা
শরৎ ছোঁয়ায় হাসে।


শরৎকাল যে ঋতুর রানী
বসে ফুলের মেলা,
শিউলি ফুলের গাছের তলে
খোকা খুকির খেলা।


পদ্মা নদীর শোভা বাড়ে
কাশের ফুলে ফুলে,
হাসনাহেনা, টগর,বেলি
মৃদু হাওয়ায় দুলে।


নীল আকাশে মেঘের ফাঁকে
সূর্যের লুকো-চুরি,
নদীর ধারে গাঁয়ের ছেলে
উড়ায় শখের ঘুড়ি।


কখনো মেঘ, কখনো রোদ
কখনো যে বৃষ্টি,
এ সব কিছুই বিধাতার দান
কী অপরূপ সৃষ্টি!