স্বৈরশাসক চাই না আর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-০৮-২০২৪ ইং
একাত্তরের স্বাধীন দেশে
নব্বইয়েও তার আবির্ভাব,
রক্ত'ক্ষরণ প্রাণের হরণ
চব্বিশে ফের প্রাদুর্ভাব।
রক্ত দিয়ে ছাত্রসমাজ
আমজনতা দেশ বাঁচায়,
ক'দিন পরে জন্মে আবার
স্বৈরশাসক হায় নাচায়!
আর কতবার রক্ত দেবে
স্বৈরশাসন করতে দূর,
এমন রাজ্য গঠন করো
নৈতিকতায় তুলতে সুর।
বারবারে তার হয় না যেন
জনম বঙ্গ'ভূমের 'পর,
নির্মূলে তাই এক একতায়
গর্জে ওঠো, ওঠাও ঝড়।
সত্য-ন্যায়ের পক্ষে লড়াই
বাপ-দাদারও নাইকো ছাড়,
এমন আইন হোক প্রণয়ন
স্বৈরশাসক চাই না আর।