শ্রমিকের চাওয়া
ইব্রাহিম হোসেন


মাথার ঘাম পায়ে ফেলে,কত কষ্ট সাধন করে!
কত রোদ-বৃষ্টি, খরা সয়ে!
দেশ গড়ছে তারাই যে দিনের পর দিন
কত রক্ত ক্ষয়ে ক্ষয়ে !


ভাবে না কখনও তাদের কথা এমনও
বিলাসিত জীবনের প্রাসাদবাসী ,
ভাবে না কখনও তাদের মুখের খাদ্য ফলায়
কামার-কুমার, জেলে আর চাষী।


আরাম-আয়েশে থাকে তারা সদা
থাকে অট্টালিকার পরে এসি তলে,
চাষীদের উৎপন্ন খাবার খেয়েই তবে
বেড়ে উঠে তারা ভবে শক্তি ও বলে।


কাজের বুয়া, কাজের মেয়ে, বাবুর্চিদের
রান্না করা খাবার খেয়ে ,
তাদের পেটেই যে লাথি মারে তারা
দোষ বিনা দোষে দলে দু'পায়ে।


সবার সুখের তরে শ্রমিক কাজ করে
জীবনটা যে দেয় তাদের বিলিয়ে,
একটু ভালোবাসা, একটু স্নেহের কথা
পায়না তারা কভু তার বিনিময়ে ।


সারাদিন মাঠে ঘাটে, কৃষক কোদাল হাতে
ক্ষেতে-খামারে ফলায় কত সোনার ফসল!
কেউ তা তো বোঝেনা, মূল্যটা যে দেয় না
ভেবে দেখো সুখের কারণ তারাই আসল।


একটাই দাবি তারা করে সবে হয় খাড়া
চায়না জীবনে এসি, ফ্যান, দালানকোঠা,
মানুষের মতো মানুষ হয়ে এই অবনীর পরে
চায় শ্রমিক ও শ্রমের মান-মর্যাদা ।