সুখের বসত
ইব্রাহিম হোসেন
দৃশ্যাক্ষর (১০+৬)


শয়তানের পথের দিকে চলে চলে সবে
মত্ত থাকো সারাটা বেলায় পাপী তুমি হবে।
রিপুর যত লোভ লালসা ছাড়ো তুমি আগে,
সরল পথে চললে পরে রাগে যাবে ভাগে।


পাপের পথে জীবন নাশে নষ্ট হবে ভবে,
মানব কুলে জনম নিয়ে কষ্টে দেহে রবে।
দূরেই রাখো মনটা থেকে মনে কালি যত,
বাসবে ভালো সকল জনে কষ্ট যাবে শত।


মরার আগে ভালো স্মৃতির বীজ বুনো তবে,
চিরদিনই রাখবে মনে মৃত্যু হবে যবে।
ফুলের মত সব হৃদয়ে জনে প্রতি জনে,
সমাজবাসী রাখবে তবে মনিকোঠে মনে।


বাঁচতে হলে জীবন গড়ো  বিধির আদেশে,
প্রেম দিদারে প্রভুর দ্বারে প্রেমের আবেশে।
ধন্য জীবন পূর্ণ জীবন জন্মে মানব কুলে,
রঙিন হবে ধরার মাঝে  চিত্ত ফুলে ফুলে।


আর ধরো না ভুল করে যে শয়তানের রশি,
খোদার প্রেমে পাগল থাকো প্রভু ধ্যানে বসি।
জীবন থেকে দূর করো যে রিপু গুলো সব,
শান্তি সুখের বসত হবে স্বর্গ দিবে রব।