১/


স্বীকৃতিতে বাংলা ভাষা
ইব্রাহিম হোসেন


মায়ের মুখের ভাষা বাংলা ভালোবাসি,
বাংলা গানে মধু সুর রাখালিয়া বাঁশি।
মন ভরে প্রাণ ভরে কথা বলে বাংলা,
নয়ন দুটি ছলছল দেখে ফোঁটা শাপলা।


এত মধুর এ ভাষা বিশ্বে কোথা নাই,
জনতার মুখ বুলি শান্তি খুঁজে পাই।
নদী বুকে মাঝিমাল্লা পাল তুলে নায়,
মন আনন্দে বাংলাতে ভাটিয়ালি গায়।


বায়ু বয় কথা কয় ঝর্ণা নদী নালা,
অ আ ক খ  বর্ণ গুলো শিশু গলে মালা।
পাঠদানে যে শিক্ষাঙ্গনে বাংলা সমাহার,
শিশু শিখে ঘরে ঘরে নিষ্ঠা ব্যবহার।


এই ভাষা চেয়েছিল কেড়ে নিতে ভাই,
পাকি রাজ পাকবাহিনী দুখ সীমা নাই।
বাঙ্গালী বীর সেনারা অস্ত্র হাতে ধরে,
রক্ত ক্ষয়ে ময়দানাতে যুদ্ধ কত করে।


বাহান্নতে ভাষা জয় রক্তদানে শেষে,
হৃদ-তটে মাতৃভাষা পায় ভালোবেসে।
প্রাণ ক্ষয়ে আত্মত্যাগে ধুলোমাটি লাল,
বাংলা ভাষা স্বীকৃতিতে রইলো চিরকাল।
============================


২/


মা-বাবার মায়ার বন্ধন
ইব্রাহিম হোসেন


সন্তান দেহের শক্তি বাবা
মা'যে মনের জোর,
তাঁরা দু'জন এই জীবনে
জান্নাতেরই দোর।


পরিশ্রমে গায়ের ঘামে
মানুষ করে যায়,
ছেলে মেয়ের হাসি দেখে
শান্তি মনে পায়।


কষ্টে আবার মা ও বাবার
চোখে সর্ষে ফুল,
তাঁদের স্নেহ মমের ভবে
নাই যে কোনো তুল।


সব বাঁধনই ছিন্ন হবার
পিতা মাতার নয়,
ভুবনে ভাই তাঁদের সেবায়
জীবন মধু'ময়।


আত্মত্যাগে লালন করেন
সন্তানেরে তাই,
এমন মায়ার বাঁধন বলো
কোথায় গেলে পাই?
=================