শিক্ষা ফরজ 
ইব্রাহিম হোসেন


শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে কর্ম করো ভালো,
দেখবে তুমি জ্বলবে সদা শিক্ষা ঘরে আলো।
শিক্ষা ছাড়া জাতির কোন দক্ষ নাহি মিলে,
শিক্ষা দিয়ে জীবন গড়ো কোরান রাখো দিলে।


জীবন সুখী গড়তে ভবে কষ্ট হবে যাতে,
কষ্ট করে গড়লে তবে শান্তি পাবে তাতে।
শিক্ষা যদি তোমার থাকে বলবে সবে ভালো,
এমন ছেলে করতে পারে ভুবন জুড়ে আলো।


আয়রে ছেলে আয়রে মেয়ে শিক্ষা নিতে ঘরে,
শিক্ষা দিবে পথের দিশা কর্মে দিবে ভরে।
শিক্ষা হলো শক্তি ভবে চলার পথে গতি,
শিক্ষা হলো নয়ন মাঝে দেখার তরে জ্যোতি।


শিক্ষা দিয়ে ভাগ্য গড়ে সমাজ দেশ ও জাতি,
শিক্ষা হলো ভুবন পরে দেশের মাথা ছাতী।
শিক্ষা ছাড়া ভুবন কালো বিশ্ব ঢাকা থাকে,
শিক্ষা নিতে বিদেশ যাবো বলবো আজি মাকে।


শিক্ষা পারে সবার তরে সুখটা এনে দিতে,
শিক্ষা আলো শিক্ষা জ্বালো শিক্ষা এসো নিতে।
বলেন নবী শিক্ষা করা ফরজ ঘরে ঘরে,
শিক্ষা দিয়ে মুক্তি পেতে শিক্ষা রাখো ধরে।
======================


শিক্ষা ফরজ  
ইব্রাহিম হোসেন


শিক্ষা নিয়ে দীক্ষা নিয়ে
কর্ম করে যাও,  
দেখবে তুমি জ্বলবে প্রদীপ  
শিক্ষা যদি পাও।


শিক্ষা ছাড়া জাতির কোনো
দক্ষ মিলে নাই,
শিক্ষা দিয়ে  কোরআন বিধান
দাও হৃদয়ে ঠাঁই।


জীবন সুখী গড়তে ভবে
শিক্ষার আলো চাই,
কষ্ট করে গড়লে জীবন
শান্তি পাবে ভাই।


শিক্ষা পারে সবার তরে
এনে দিতে সুখ,
শিক্ষার আলো ঘরে জ্বালো
যাবেই তবে দুখ।


বলেন নবী শিক্ষা করা
ফরজ প্রতি ঘর,
শিক্ষা দিবে মুক্তি তোমায়
থাকবে না আর  ডর।