সবই ভেজাল
মোঃ ইব্রাহিম হোসেন


ভেজাল ভেজাল সবই ভেজাল
কেমন করে সই ?
দুঃখ গুলো হৃদ মাঝারে
একলা চুপে রই।


শাকসবজিতে ফরমালিনে
তরতাজা তা কয়,  
পেটে গেলে বিষফোড় হয়ে
জীবন করে ক্ষয়।


পানি মেশায় দুধের সাথে
নয় খাঁটি সেই দুধ,
ঋণের দায়ে দিতে যে হয়
হাজার প্রতি সুদ।


শিক্ষা সনদ শক্তিশালী
চাকরি নিতে ঘুষ,
সহজ সরল গরিব দুখী
হারায় তাদের হুঁশ।


কথায় ভেজাল খাদ্যে ভেজাল
ভেজালে রয় মন,
বাংলাদেশের বাঙালি তাই
দুঃখে সারা'ক্ষণ ।


স্বর্ণে গড়া সোনার দেশের
কই নীতিবান আজ ?
নীতির অভাব নেতাদের তাই
বঙ্গে পড়ে বাজ।