সমস্বরে
মোঃ ইব্রাহিম হোসেন


আমরা ঘুড়ি নীলে উড়ি
লাটাই প্রভুর হাতে,
ছন্দ তালে সবে মিলে
চলবো একই সাথে।


বন্ধু সুজন নয় তো কুজন
থাকবো মিলে মিশে,
জমির ক্ষেতে ফসল পেতে
যত্ন ধানের শীষে।


সুশীল আচার ন্যায্য বিচার
করবো সমাজ মাঝে,
দূর্নীতি দূর ন্যায় নীতি সুর
সুখ বীণ যেনো বাজে।


হাত রেখে হাত থেকে এক সাথ
থাকবো দ্বন্দ্ব ভুলে,
বৈঠা ধরি চালাই তরী
নাও নিবো নদ কূলে।


সৃষ্টির সেরা দয়ায় ঘেরা
সবই প্রভুর দানে,
নতো শিরে চোখের নীরে
রইবো তাঁরই ধ্যানে।