ট্রায়োলেট অষ্টপদী ফরাসী সনেট
======================


আঘাতের বেড়া জাল
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ : মাত্রা ১০


আঘাতের বেড়া জাল বুনে,
ধরিছো কেনো তুমি চরণ ?
মনে রেখো সাজা পাবে গুনে,
আঘাতের বেড়া জাল বুনে।
যাও চুপি মন দিয়ে শুনে ,
সততাকে করে নাও বরণ।
আঘাতের বেড়া জাল বুনে,
ধরিছো কেনো তুমি চরণ ?
===============


চৈত্র মাসের খরা
ইব্রাহিম হোসেন
সনেট : পেত্রার্কীয় সনেট


চৈত্র মাসে ওষ্ঠাগত ভীষণ গরম!
তপ্ত দেহে তৃষ্ণা পেয়ে প্রাণ বুঝি যায়,
বট'বৃক্ষ তলে সবে শান্ত বায়ু চায়,
রৌদ্র খরা কেড়ে নেয় লাজ ও শরম।
তপ্ত ভূমি রিক্ত পায়ে চায় যে খড়ম,
খা খা করে তৃষ্ণা তরে পক্ষীকুলে হায়!
পুষ্পবাটী ভস্ম যেনো মধু নাহি পায়,
জল'শূন্য নদ-নদী বিপদে চরম।


উৎকট খরায় ভূমি হলো ফাটা ফাটা,
দেখে মনে হয় যেন ইট পোড়া ভাটা।


শস্য ক্ষেত পুড়ে পুড়ে তামা তামা ছাই,
প্রভু তুমি দয়া করো দাও বারি ঢেলে,
হাত তুলে কাঁদে লোকে মিনতিতে তাই,
অবশেষে মেঘ গর্জে বৃষ্টিধারা মেলে।


====================