সরল মানুষ
মোঃ ইব্রাহিম হোসেন


কম বুঝা ভাই লোকটা ভালো
দূর্নীতি হয় কম,
স্বার্থলোভে হয় না কারো
জীবন নাশের যম।


বড়লোকের নাই যে অভাব
কোটি টাকা আয়,
তবুও নাকি অভাবী হয়
বলে যে হায় হায়!


সহজ সরল জীবন গড়ে
গরীব মোটা খায়,
মোটা পোশাক পরেই তারা
তৃপ্তি মনে পায়।


বড়লোকের চিন্তা মনে
দশটা বাড়ি চায়,
লোভ ও মোহে  ঘুষের টাকায়
মানুষ মেরে যায়।


চায় না গরীব দালান বাড়ি
এসি ঘরের রুম,
মাটির পরে সপ বিছিয়ে
শান্তি সুখের ঘুম।


পান্তা ভাতে মরিচ পেঁয়াজ
অনাহারেও রয়,
পরাজয়ের জীবন তাদের
হয় না কভু জয়।


কোটি টাকার বাড়ি গাড়ি
স্বপ্ন চোখে নাই,
ক্লান্ত দেহে প্রার্থনাতে
খোদার ঘরে ধাই।


অশ্রু ছেড়ে করুণ স্বরে
তুলে দুটি হাত,
এমনিভাবেই কাটে যেনো
তাদের দিবা রাত।


সরল মানুষ অল্প বুঝে
অল্পে তুষ্ট রয়,
একটা কথাই ভাবে তারা
আল্লাহ পাকের ভয়।


কিয়ামতের মাঠেও তাদের
স্বল্প হিসাব ভাই,
তাদের মতই সহজ সরল
জীবন ভবে চাই।