সততার পণ
ইব্রাহিম হোসেন


সকালে উঠিয়া সবে এই করো পণ,
সৎ পথে চলো যাক দিন কাল ক্ষণ।
গুরুজনে মেনে চলো দাও তার মান,
ভোর সাঁঝে গাও সদা বিধাতার শান।


প্রতিবেশীদের সাথে ভালো আচরণ,
করে যাও হবে তারা তবে জাগরণ।
তোমা থেকে জ্ঞান তারা শিক্ষা নিতে পারে,
সমাজের কালো হবে দূর অবসারে।


দুখীজনে সেবা দাও ধরো বুকে টেনে,
সত্য যাহা মনে প্রাণে নাও তাহা মেনে।
সদা নিজ সুখে নয়, পর সুখে হেসো;
এতিমেরে স্নেহ মমে শুধু ভালোবেসো।


নিয়মিত লেখাপড়া করে যাও সব,
পাঠ নিতে স্মরণেতে মুখে বলো রব।
জ্ঞান আহরণ করে বড় হলে ভবে,
শিক্ষা আলো ছড়ে যাবে মনে রেখো তবে।


শিক্ষা এনে দিবে জেনো জীবনের সুখ,
আলোকিত হবে এই সমাজের মুখ।
সততাকে আঁকড়ে ধরে গড়িবে সমাজ,
স্মৃতির অম্লানে রবে সব শিরে তাজ।
===================


স্বাধীনতার সুখ
ইব্রাহিম হোসেন
অক্ষরবৃত্ত ৮+৬ সমেট শেক্সপীরীয়
কখখক,কখখক,গঘঘগ, ঙঙ


স্বাধীনতার সুখ
ইব্রাহিম হোসেন


লাখো প্রাণ বিনিময়ে স্বাধীনতা পাই,
আনন্দ আর উল্লাসে মন মাতে সব,
রক্তেরই ধারা ক্ষয়ে জয় লাভ ভাই।
চারিদিকে একি শুনি খুশি কলরব।


কত গেলো তাজা তাজা প্রাণ ভাই বোন,
গুলি করে হত্যা করে কত শিশু কাঁদে!
কষ্টেরই কাহিনীতে আঁখি ঝরে শোন।
শিশুদের তরে পড়ে মা ও বাবা ফাঁদে।


রক্তেরই ধারা বয়ে লাল হলো আজ
দেশে যত ছিলো সব দামালের দল,
বাঁচিবার তরে সবে কোরো নাকো লাজ।
ঝাঁপা'ইয়া পড়ে লড়ে বুকে বেঁধে বল।
স্বাধীনতা পেলো দেশে আম'জনতাই
দুঃখ ভুলে কষ্ট ভুলে সুখ সীমা নাই।
===================


চোরের দল
ইব্রাহিম হোসেন


শোনো বলি ভাই বোনেরা
দেশটা আছে চোরে ঘেরা
দূর্নীতিতে খল,
আমার লেখা থাকে যদি
কারও পাতায় হুবহুবি
তারাই চোরের দল।


একটা লাইন লিখতে গেলে
কাঁপতে থাকে পড়ে হেলে
কলম ভেঙে যায়,
চুরি করা তাদের পেশা
আত্মসাতে বাড়ে নেশা
পরের লুটে খায়।


শুনছি নাকি টাকা কড়ি
স্বর্ণ'দানা ভরি ভরি
করতো চুরি চোর,
এই জামানা পাল্টে গেছে
সেই চোরেরাও আছে বেঁচে
বড্ড হারাম'খোর।


লেখাও চুরি করে এরা
চায় যে হতে সর্ব'সেরা
দেখতে মাকাল ফল,
মনের মাঝে কালি ভরা
ঈমান তাদের খুবই জরা  
নিত্য করে ছল।


ভদ্র'বেশি মানুষ ওরা
জুতার মালা দিয়ে ঘোরা
এরা জুতাও চোর,
চাই না দেশে চোর ও ডাকাত
ফকির বেশে নেয় রে যাকাত
ভন্ড বাবার দোর।
=============