সত্যিকারের প্রেম
ইব্রাহিম হোসেন


স্বর্গ হতে আসা প্রেম বিধাতার দান,
বাহু ডোরে ধরে রেখে দিয়ে যাও মান।
কলুষিত করো যদি অকৃতজ্ঞ হবে,
যুগে যুগে চিরদিন অভিশাপে রবে।


প্রেমের কারণে হলো এ ভুবন সৃষ্টি,
ভালোবেসে দু'জনেতে হয় শুভ দৃষ্টি।
মধুর মিলনে ভবে শিশু জন্ম হয়,
বড় হয়ে তারা করে বিশ্ব'টাকে জয়।


ভালোবাসা আছে তাই বিশ্ব কত ভালো,
না থাকিলে এই প্রেম সব হত কালো।
প্রেমের সুধাতে আছে স্বর্গ পুরে সুখ,
মনে জ্বালা থাকে না'যে দূর হয় দুখ।


প্রেমিকের কাছে হলো প্রেম জান মান,
প্রেমে যদি হার মানে বের হয় প্রাণ।
ছলনাতে করো নাকো প্রেম নিয়ে খেলা,
স্বর্গীয় প্রেম যে হলো সুখ নদী ভেলা।


এসো সবে ভালোবেসে প্রেমে দিই মান,
প্রেমিকেরে করো নাকো কভু অপমান।
সৃষ্টি জগৎ প্রেমেতে জেনে রেখো সব
সত্যিকারে বাসলে ভালো খুশি হন রব।



অক্ষর বৃত্ত ছন্দ ৮+৬