শ্রমিক জ্বালা  
ইব্রাহিম হোসেন  
হীনপদ পয়ার - (৮+১৪)


সারা দিন কাজ করে
শ্রমিকেরা দেশের দালান তুলছে গড়ে,
সারা গায়ে ঘাম ঝরে
রোদ্র খরায় মাঠে ও ঘাটে পড়ে পড়ে।


মনে আঁকে স্বপ্ন কত
অল্প টাকা পেলেও চলবে দিনে ও রাতে,
কেটে যাবে দুঃখ শত
শাক সব্জি পান্তা মরিচ লবণ ভাতে।


ক্ষুধা জ্বালা সহে পেটে
কর্ম করে থাকে তারা পর ঘরে ঘরে,
শ্রমে সদা খেটে খেটে
পরিবারের মুখে হাসি ফোটার তরে।


কিন্তু তারা ব্যর্থ তবু
সর্বদা যে বিরাজ করে অভাব দ্বারে,
কষ্ট জ্বালা কারে কভু
কে শোনে তাদের কথা বলবে ওরা কারে?


প্রভু ছাড়া সবই হারা
কষ্ট মাঝে ডাকে তারা ঘরে হাত তুলে,
কেবা আছে তুমি ছাড়া
ওগো প্রভু তুমি কভু থেকো না'যে ভুলে।