সুখ পাখি
মোঃ ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২


সুখ পাখি যায় উড়ে নাহি দেয় ধরা,
মন মাঝে তাই সদা সুখ বিনা খরা।
কত ডাক দিয়ে হাঁক ডাকি আয় পাখি,
এই বুকে থাক্ সুখে পোষ মেনে রাখি।


দোষ কীযে বল মোরে কেনো দিস ফাঁকি ?
চেয়ে দেখ্ ক্ষণে ক্ষণ তোর ছবি আঁকি।
তুই ছাড়া নাই কেহ আমি তাই একা,
বনে হায় খুঁজে যাই নাহি পাই দেখা।


মনে শোক দুটি চোখ নোনা জল ঝরে,
বায়ু বয় কথা কই কাঁপ উঠে ডরে।
তীর হারা নীড় হারা সুখ তোকে ছাড়া,
কেহ নাই পাশে আজ আমি সব হারা।


সুখ পানে মন ছুটে দুখ তেড়ে আসে,
আসে ঝড় উড়ে ঘর নদ-স্রোতে ভাসে।
দুখ যত দেয় সাড়া ডাকে আয় কাছে,
উড়ে পাখ ঝাঁকে ঝাঁক বসে ওই গাছে।


এই ছিলো ভালে মোর সুখ এলো নাকো,
তাই বুঝি দুখী আজ মন চুপে থাকো।
রব শুধু ডেকে যাই দুটি হাত তুলে,
মাফ করে দাও প্রভু সব যাবো ভুলে।



বিশেষ দ্রষ্টব্যঃ পূর্ণ পর্বে প্রতি তিন অক্ষরে চার মাত্রা এবং অপূর্ণ পর্বে দুই অক্ষরে দুই মাত্রা।