শূন্য হৃদয়
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৮/০৫/২০২২, শনিবার


আকাশের তারা গুনি নিভৃতে যে একা,
আলোতে ভুবন ভরা নাই তব দেখা।
কে আছে এমন জন বুঝে মন ব্যথা,
বিরহের জ্বালা নিয়ে একা বলি কথা।


নিশি রাত নাই ঘুম চোখে বারি ঝরে,
পলে পলে তোমাকেই শুধু মনে পড়ে।
বিরহ ব্যথায় আছে এত জ্বালা হায় !
বুঝি নাই আগে তা যে কুরে কুরে খায়।


কাটে না যে দিন মোর কাটে নাকো রাত,
অবুঝ এ মন চায় তোমার'ই সাথ।
সাগরের নীলিমায় গোধূলির ক্ষণ,
মিশে যায় নীলাকাশ কাঁদে এই মন।


জোড়ায় জোড়ায় উড়ে শূন্যতে বিহগ,
কেমনে যে সহে মন তোমার বিয়োগ।
বায়ু বয় পাতা নড়ে সাঁঝের বেলায়,
বিনাদোষে প্রেম তিরে মেরেছো হেলায়।


সুখ নাই জ্বালা আছে ধড়পড় বুক,
তোমার প্রেমের দায়ে হয়েছি গো মূক।
জীবিত আছি তবুও মরণের ন্যায়,
হৃদয়ের যত প্রেম সবি আজ ব্যয়।


তুমি বিনা প্রেম নাই শূন্য এ হৃদয়,
এমনি পাষাণ কভু হও নি সদয়।
ভেবেছো কি সুখ পাবে ভবে চিরদিন ?
বিরহে তোমার মুখ হবে যে মলিন।