স্বাধীনতা
ইব্রাহিম হোসেন
অক্ষর বৃত্ত ছন্দ (৮+৬+৮+৮)


বলাকার দল উড়ে বিশাল আকাশে,
স্বাধীনতা ঘ্রাণ পাই ঝড় ও বাতাসে।
খুশি হয় সব মন,
দিবা নিশি সারাক্ষণ।
রাজাকার দূর হও নাই  প্রয়োজন,
স্বাধীনতা পালনে যে নানা আয়োজন।
হাসি মুখে রয় সব,
খুশি মাঝে কলরব।


দলে দলে বিনোদনে গায় সবে গান,
একাকার হয়ে যায় জুড়ে মন প্রাণ।
হায়েনারা হলো শেষ,
সুখী হলো বাংলাদেশ।
সবুজের সমাহার লাগে কত ভালো,
রাণী বেশে দেশ মাটি দূর হলো কালো।
শান্তি লোকে মনে পায়,
সুখে গান ধরে যায়।


স্বাধীনতা সুখ এনে দিলো বীর ছেলে,
দেশে সব ঘরে ঘরে সুখ কত মেলে!
দুঃখ কষ্ট নাহি আর,
সুখে হয় একাকার।
গাছে পাতা বাগে ফুল শত শত ফোটে,
ধনী-ঋণী সকলের হাসি আজ ঠোঁটে।
স্বাধীনতা মোরা পাই,
বিজয়ের গান গাই।