ত্যাগের মাঝেই সুখ
মোঃ ইব্রাহিম হোসেন


সুখের আশে দিন রজনী
ঘুরছি কত হায়!
হাত ছানিতে ডাকছি তাকে  
আয় না কাছে আয়।


সুখটা যেন মরিচীকার
ধূসর বালু চর,
সময় মত পাই না কাছে
হয় সবাই পর।


যেদিকে চাই সাগর শুকা
পানির দেখা নাই,
তৃষ্ণা হৃদে জীবন ফিকে
কোথায় তাকে পাই ?


নয় তো ভোগে ত্যাগেই আছে
সর্ব ক্ষণে সুখ,
ভাবনা মনে সঙ্গোপনে
হাসিপূর্ণ মুখ।


এ মনে কয় নেইকো ভয়
সুখ মনের মাঝে,
পরের তরে জীবন ত্যাগে
সুখের বীণ বাজে।