টাকওয়ালা ও কাক
মোঃ ইব্রাহিম হোসেন


দক্ষিণ থেকে আসলো উড়ে
পাখনা মেলে কাক,
নদীর ধারেই পেলো খুঁজে
টাকওয়ালার এক টাক।


বসলো শিরে উঠলো রেগে
করলো এ কী কাজ!
থামরে বেটা বুঝবি মজা
ধরবো তোকে আজ।


ধরতে গেলে উড়াল দিলো
পড়লো টাকে রস,
কপাল বেয়ে নাকের ডগায়
বিষ্ঠায় ভরে কশ।


হায় হায় হায় করলি এ কী
বলবে লোকো কী!
নোংরা করে গেলিরে তুই
ছি আমাকে ছি !


রচনাকাল ২৮-০১-২০২৩, শনিবার
সময়ঃ সকাল ১০ টা ২৬ মিনিট।