তরুণ দল
মোঃ ইব্রাহিম হোসেন


ওরে ও তরুণ ছেলে !
থেকো না আর ঘুমের কালে ,
শক্ত হাতে মুষ্টি ধরে  
জেগে ওঠো বাহু বলে ।।


উড়িয়ে ঐ বিজয় নিশান
এক হও সব দামাল কৃষাণ,
মারো তির, মারো বাণ  
ঘায়েল করো বাংলা-পাষাণ ।।


অত্যাচারী, দস্যুদল
করতে বিনাশ চল রে চল ,
ভয় কিসের মৃত্যুর বল ?  
আছে মোদের বাহুবল ।।


দেব না মরতে দেশে
অকালে পিষে পিষে,
নিরীহ মানুষ বেশে
আছে যারা সোনার দেশে ।।


দেব না ঝরতে মায়ের
আঁখি জল বধূর গাঁয়ের ,
দেব না কোন বোনের
বিঁধতে বুকে কাঁটা বিষের ।।


অত্যাচারী, ধর্ষক যারা
শিকল পরিয়ে তাদের হাতে ,
ফাঁসির দড়ি, জুতার মালা
পরিয়ে দেবো জেল খানাতে ।।


ওরে ও তরুণ যুবক !
করো ভয় আল্লাহ একক ,
ন্যায়ের পথে জীবন দিয়ে
ফেলো তুমি মৃত্যু পলক ।।


ওরে ও তরুণ দল !
ধেয়ে যাও সব বন্যা ঢল ,
আসবে একদিন রাঙ্গা প্রভাত
বন্ধ হবে অশ্রু জল ।।