ফরিয়াদ
ইব্রাহিম হোসেন
(পর্যাসম পয়ার ১০+৬)


আল্লাহ্ তুমি সবার সেরা
শ্রেষ্ঠ তুমি প্রভু,
তোমার কৃপা ভুবন ঘেরা
না ভুলি যে কভু।


পালন কর্তা আহার দাতা
রাখো হেফাজতে,
শান্তি দেয় যে কোরান বার্তা
শ্রেষ্ঠ নিয়ামতে।


পথ দেখাতে দিলেন সবে
যুগে যুগে নবী,
পাপাচারের ভিতর যেনো
নাহি উঠে রবি।


সৃষ্টি তোমার জগত'বাসী
মাথা নুয়া'ইয়া,
শোকর গুজ'রে সত্যে আসি
দু'হাত তুলিয়া।


গাফুর তুমি রাহিম তুমি
সৃষ্টিকারী রব,
আমরা পাপী নরক ভূমি 
পাপ মাঝে সব।


ক্ষমা করে পাপ শত শত
রোষ'টা না রেখে,
নাজিল করো রহম যতো
বান্দা যেনো শেখে।


নাই তুলনা তোমার প্রভু
অনন্ত অসীম,
না ভুলে তাই তোমায় কভু
বান্দারা সসীম।


সৃষ্টি জগত সবই ভবে  
তোমার অধীনে,
তোমার কৃপায় বেঁচে আছি
আমরা স্বাধীনে।


দয়ার সাগর খোদা তুমি
সুপথেতে নিও,
পাপ ভুলে যেনো স্বর্গ চুমি
সুদৃষ্টি ও দিও।


হাশর দিনে আমল খানি
চাই ডান হাতে,
নামাজ পড়ে হাত দু'খানি
তুলি প্রার্থনাতে।