তফাৎ
মোঃ ইব্রাহিম হোসেন


সৃষ্টকারী ধনীর যিনি
গরীব লোকের রব,
বাড়ি-গাড়ি নাই যে তাদের
বিত্তশালীর  সব।


রক্তে মাংসে গড়া মানব
সাধের দেহ খান,
অর্থশালীর দাপট চলে
গরীব হারায় মান।


ধনী-গরীব সবার নিবেন
আজরাইলে প্রাণ,
সকল প্রাণীর নিতেই হবে
মৃত্যু স্বাদের ঘ্রাণ।


দশ তলাতে বাস করো তাই
গর্ব তোমার খুব,
সাড়ে তিন হাত মাটির নিচেই
দিতে হবে ডুব।


ধনী-গরীব তফাৎ কিসের
কবর হবে ঠাঁই,
সাদা কাপড় জড়িয়ে দিবে
কোনো তফাৎ নাই।


পার্থক্য হয় মানব মাঝে
শুধুই টাকা হায়,
অর্থহীনে পেটের দায়ে
হাত পেতে তাই চায়।


============


প্রশান্তির নামাজ
মোঃ ইব্রাহিম হোসেন


যেই নামাজে শান্তি মিলে
বিরাজ করেন আল্লাহ দিলে
সেই নামাজই পড়তে হবে জীবদ্দশায় ভাই ;
আল্লাহ মহান ধ্বনির সুরে
ডাকলে শোনেন থেকেও দূরে
নামাজ ছাড়া পরকালে কোনো গতি নাই।


বিশ্ব জাহান সৃষ্টি করে
আল্লাহ বলেন মানব তরে
আশরাফুল এই মাখলুকাতই শ্রেষ্ঠ সেরা জীব ;
কালিমা পড়ে নামাজ পড়ো
দ্বীনের 'পরে জীবন গড়ো
অসৎ পথে মিথ্যা কথায় পড়বে কাটা জিভ।


এ ধরণী পরীক্ষার হল
যা করো তার পাবে যে ফল
অণু অণু হিসাব নিবেন সৃষ্টিকারী রব ;
মানব জীবন খুব মূল্যবান
সত্য পথের রয় অবদান
আয়ু শেষে যেতে হবে ফেলে রেখে সব।


আপন ভবের কেউ হবে না
বন্ধু স্বজন প্রিয়তমা
নামাজই তো সঙ্গী হবে আঁধার কবর ঘর ;
পড়তে হবে নামাজ ভবে
প্রশান্তিতে আত্মা রবে
হাশরের দিন থাকবে নাকো মনে কোনো ডর।